
এম বাবু্ল, কাপ্তাই প্রতিনিধি:
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব আবুল খায়ের মোঃ আক্কাস আলী বলেন,বর্তমান প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। তবে শিক্ষার পাশাপাশি খেলাধুলা চর্চা করতে হবে। সকলেই নিজের যোগ্যতাই কর্মক্ষেত্রে সফল হয়
তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) কারিগরি অধিদপ্তরের আয়োজনে এ সঞ্জিবনী প্রশিক্ষণ সেশন এবং একইদিন বিকেল ৩ টায় বিএসপিআই খেলার মাঠে ক্রিকেট টুনার্মেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।
কাপ্তাই বিএসপিআই এর অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। এতে ২৭ জন কর্মকর্তা ও কর্মচারি এই সঞ্জিবনী প্রশিক্ষণে অংশ নেন। পরে মহাপরিচালক এদিন বিকেল ৩ টায় বিএসপিআই এর খেলার মাঠে প্রতিষ্ঠানটির আয়োজনে আন্ত: বিভাগীয় টি ১০ ক্রিকেট টূর্ণামেন্টের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএসপিআই এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম। এসময় সকল বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
ক্রিকেট টুর্নামেন্টে অটোমোবাইল বিভাগ ৬০ রানে ইলেকট্রনিক বিভাগকে পরাজিত করে।