বাঘাইছড়িতে যুবদলের লিফলেট বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষে পূর্বঘোষিত ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচির উদ্ভোদন করেন বাঘাইছড়ি উপজেলা ও পৌর যুবদল।

বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল বাঘাইছড়ি উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে বাঘাইছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণ সংযোগ কর্মসূচি করেছেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সবুর সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক মামুন, পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব ওমর ফারুকসহ যুবদলের উভয় কমিটির সদস্য ও ৪ নং ওয়ার্ডের মহিলাদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেন।