

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজে মাল্টিমিডিয়া ক্লাসের উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১টায় বাঙ্গালহালিয়া সরকারি কলেজের নির্ধারিত মাল্টিমিডিয়া ক্লাস রুমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্তৃক দেওয়া ৬৫ ইঞ্চি এলইডি টিভির মাধ্যমে এই মাল্টিমিডিয়া ক্লাসের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ূব নূরী।
এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক সুনীত মুসুদ্দী, বিজয় কুমার বড়ুয়া, জায়তুন নুর বেগম, মোঃ রুস্তম, শাখাওয়াতসহ সকল শিক্ষকবৃন্দ। এই উদ্বোধনী প্রথম মাল্টিমিডিয়া ক্লাস উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের শিক্ষক ভবতোষ চক্রবর্তী।
এসময় বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরী জানান, বর্তমান ডিজিটালাইজেশনের যুগে কলেজের পাঠদান কর্মসূচি আধুনিক করার লক্ষ্যে এই মাল্টিমিডিয়া ক্লাসের উদ্বোধন করা হয়েছে। সকল শিক্ষার্থী যাতে আধুনিকতার ছোঁয়া হাতে পায় এবং সকলে যেনো প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে সেজন্য এই মাল্টিমিডিয়া ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। আজ থেকে প্রত্যেক বিষয়ে শিক্ষকরা যাতে মাল্টিমিডিয়ায় ক্লাস নেন সেজন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।