বিলাইছড়িতে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
বিলাইছড়িতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা  প্রশাসনের সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পক্ষ হতে প্রাপ্ত বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের বাজার এলাকায় দুস্থ ও অসহায় গরীবদের মাঝে ২০০ টি শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।

বিতরণের  সময়  উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, থানা অফিসার ইনচার্জ  মোহাম্মদ আকতার হোসেন, ০২নং কেংড়াছড়ি  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরন মার্মা (রাসেল)সহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও উপকারভোগী উপস্থিত ছিলেন বলে জানা যায়।