বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০:০০ টায় উপজেলা বিএনপি’র আয়োজনে র‍্যালী বাজার ও উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সভা আয়োজন করা হয়। সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তলন করা হয়।

সভায় উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইমাম হাসান সিকদার এবং সহ সভাপতি চাথোয়াই রোয়াজা, আব্দুল বারেক খাঁ, উপজেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক শান্তি রায় চাকমা (রায়ধন) ও মোঃ নাছির,উপজেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মানিক জ্যোতি চাকমা। জাসাসের সভাপতি মো: জাকির হোসেন ইউনিয়ন বিএনপির সভানেত্রী ডালিয়া বড়ুয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হায়দার,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রিনলম পালম পালম বম, উপজেলা বিএনপির সদস্য রনি রাখাইন, উপজেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক রাশেদা বেগম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মামুন, কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও মোঃ মোস্তাফা কামাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মনির হোসেন, জাসাসের সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শেখ শাকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ ছগির হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ অলি আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ।