
বাঘাইছড়ি প্রতিনিধি- বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শুভ মাঘীপূর্ণিমা উদযাপন উপলক্ষে দীর্ঘ ৩৫ বছর পর রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাবু পাড়া জীবঙ্গছড়া বৌদ্ধ বিহারে ৩ দিন ব্যাপী ঐতিহাসিক ব্যুহচক্র মেলা ও অবিরত অভিধম্মর পাঠদান এর আয়োজন করেছে জীবঙ্গছড়া নবরত্ন বৌদ্ধ বিহারের দায়ক দায়িকারা।
২১ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৫ ঘটিকায় বিহার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ব্যুহচক্র মেলার উদ্বোধন করা হয়। ব্যুহ্যচক্র মেলা বলতে বাঁশের ঘেড়া দিয়ে তৈরি একধরণের খাজকাটা ঘর, এই ঘর ঘুরে নির্ধারিত পথে বের হয়ে আসতে পারলে পূর্ণের অধিকারী হওয়া যায়। এই আশা নিয়ে শতশত মানুষ মেলায় ভিড় জমিয়েছেন।
এতে দুরদুরান্ত থেকে আগত বিভিন্ন বিহারের ধর্মীয় গুরুর পাশাপাশি বাঘাইছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল চাকমাসহ, বিহার ও মেলা উদযাপন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
মেলাকে কেন্দ্র করে বিহার ও আশপাশের এলাকায় ব্যাপক লোক সমাগম ঘটে। দীর্ঘ ৩৫ বছর মেলার আয়োজন করায় আগত দর্শনার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ দেখা যায়। ২১ ফেব্রুয়ারী বুধবার শুরু হওয়া এই মেলা শেষ হবে ২৩ ফেব্রুয়ারী শুক্রবার।