রাজস্থলী থানা পুলিশের উদ্যোগে সচেতনতা বৃদ্ধিমুলক বিশেষ ক্লাস অনুষ্ঠিত 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
বাংলাদেশ পুলিশ রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার আয়োজনে জেন্ডার ভিত্তিক ও ভিকটিম সাপোর্ট সেন্টার পরিষেবা বিষয়ক কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধিমুলক বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১ টায় রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে এই বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়। রাজস্থলী থানার এসআই জয়নাল আবেদিন, এসআই নুরুজ্জামান, তাইতংপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদ উল্লাহ, সহকারি শিক্ষক জাহিদুল আলম, তৃষা বিশ্বাস, নারী পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

এতে বিদ্যালয়ের সকল শ্রেণীর কিশোর কিশোরীদের ইভটিজিং, বাল্যবিবাহ, জেন্ডার ভিত্তিক সহিংসতা, ভিক্টিম সাপোর্ট সেন্টারসহ ইত্যাদি বিষয়ে সচেতনতা মুলক আলোচনা করা হয়।