

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলী উপজেলায় দেশের প্রথম শ্রেণির বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ১১ বছর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
“এগারো পেরিয়ে বারোতে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙামাটি জেলার রাজস্থলীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি এবং
এশিয়ান টিভির রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দীন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হারাধন কর্মকার, হাবীবুল্লাহ মিসবাহ,
মিন্টু কান্তি নাথ, নুসরাত জাহান নিশুসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সংবাদ মাধ্যমের কারণে আমরা সমাজের আসল চিত্র সম্পর্কে জানতে পারি। পরবর্তীতে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তা সমাধান করতে পারি। আমরা চাই সংবাদ মাধ্যম এবং সাংবাদিকগণ সমাজ এবং দেশের আসল চিত্র তুলে ধরুক।
এছাড়াও বক্তারা সাংবাদিকদের সংবাদ বিষয়ক বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। সকলেই বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির উত্তরোত্তর সফলা কামনা করেন।