

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
সারা দেশের ন্যায় রাজস্থলীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলি প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান জানান, এই টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর থেকে পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে বিনামূল্যে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে বলেও জানান তিনি।