রাজস্থলীতে ডিএনসি’র অভিযান; দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা ও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজস্থলী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে স্পিরিট বিক্রির দায়ে দুটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা এবং দুই দোকান মালিককে একদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে রাজস্থলী বাস স্টেশন এলাকার দুটি দোকানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারার সারণী ‘ক’ অনুযায়ী এই দণ্ডাদেশ দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান। এসময় তিনি জানান, রাজস্থলী উপজেলার বনিক এন্টারপ্রাইজ এবং বিসমিল্লাহ হার্ডওয়্যার নামের দুটি দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে স্পিরিট বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়াও, দোকান দুটির কাছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছিল না। তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ স্পিরিট বিক্রি বন্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে দুটি দোকানে মজুদ থাকা অবৈধ স্পিরিট প্রকাশ্য ধ্বংস করা হয়।