রাজস্থলীতে সমন্বিত খামার স্থাপন, সম্প্রসারণ ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত খামার স্থাপন, সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) সকাল ১০.৩০ টায় রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে বাঙ্গালহালিয়া ইউনিয়নের বেকার যুবক যুবতিদের অংশগ্রহণে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক উসামং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, রাজস্থলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, রাঙ্গামাটি জেলা যুব উন্নয়ন অফিসের মার্কেটিং এন্ড ক্রেডিট অফিসার সুমন চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর বর্তমানে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে ব্যাপকভাবে কাজ করে আসছে। বিশেষ করে সমাজের বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিরাট ভুমিকা পালন করছে।