সাবেক বিএনপি সভাপতির স্মরণে রাজস্থলীতে দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোঃ সিরাজুল ইসলাম সেলিম স্মরণে দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাঙ্গালহালিয়া ক্রিকেট একাদশের আয়োজনে বাঙ্গালহালিয়া আর্মিক্যাম্প সংলগ্ন মাঠে একদিনব্যাপী দিবারাত্রি এই ক্রিকেট টুর্নামেন্ট এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: নাইমুল ইসলাম রনি।
এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের নেতা জিকু কুমার দে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা জাসাস দলের সাধারণ সম্পাদক মোঃ রিপনসহ বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এতে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের জন্য কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ এলাকার নতুন প্রজন্মকে নিয়ে একটি সুন্দর টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একটি সুন্দর এবং সুশৃঙ্খল জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। শরীরকে সুস্থ এবং সুঠাম করার জন্য বর্তমান প্রজন্মকে খেলাধুলার দিকে মনোযোগ দিতে হবে। বর্তমান সমাজকে এবং নতুন প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখার জন্য তাদেরকে খেলাধুলায় মনোযোগী করে গড়ে তুলতে হবে।